ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর-আইআরজিসি প্রতিষ্ঠার ৪৬তম বার্ষিকীতে সর্বোচ্চ স্তরের আভিযানিক প্রস্তুতি ঘোষণা করেছে। ইরানকে রক্ষা করার এবং যেকোনো প্রতিপক্ষের মোকাবেলা করার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাহিনীটি।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি আজ মঙ্গলবার এক মিডিয়া ব্রিফিংয়ে বাহিনীটির ব্যাপক কথা জানান।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, আইআরজিসি ইরানের ইসলামি বিপ্লব এবং এর অর্জনের অবিচল অভিভাবক হয়ে থাকবে।
নায়েনি আইআরজিসির মহাকাশ বিভাগের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। বিশেষ করে গত বছরের অপারেশন ট্রু প্রমিজ ১ এবং ২ নিয়েও কথা বলেন। ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ হিসেবে চিহ্নিত ছিল।
তিনি বিস্তারিতভাবে বলেন, ডিভিশনের রাডার সিস্টেমের পরিসর এবং বৈচিত্র্যময় সম্প্রসারণ, এর ইলেকট্রো-অপটিক্যাল সিস্টেমের সম্প্রসারণ, উন্নত বিমান প্রতিরক্ষা, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যোগাযোগ সরঞ্জামের একীকরণ এবং কঠিন জ্বালানি প্রযুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে মধ্য ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের উন্নয়ন অন্তর্ভুক্ত।
বিডি প্রতিদিন/নাজমুল