‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২২ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসন ও সমাজসেবার উপ-পরিচালক এ,টি,এম আমিনুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এদিকে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবার উপ-পরিচালক সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা হোসনে আরা, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সুশীল সমাজের পক্ষে আমিনুল ইসলাম আঙ্গুর, দৈনিক তথ্যধারা পত্রিকার বিশেষ প্রতিনিধি সুলতান আহমেদ ময়না, ডা. নাহিদ কামাল কেয়া, হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা আলমগীর হোসেন, সেবা কর্মকর্তা হাসানুজ্জামান প্রধান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, ব্র্যাক কোর্ডিনেটর ফারহানা মিলকী, প্রতিবন্ধী সংগঠন, প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত