বরিশালের আগৈলঝাড়ায় মাদক উদ্ধারে যাওয়া র্যাব সদস্যদের ওপর হামলার খবর পাওয়া গেছে। এ সময় গুলিতে একজন নিহত ও আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বিকালে আগৈলঝাড়া উপজেলার জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম মোল্লা বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা মো. রিপন মোল্লার ছেলে।
আহত একই এলাকার বাসিন্দা খালেক মোল্লার ছেলে রাকিব মোল্লাকে (২৭) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল র্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর মো. মাহমুদুল আহসান জানান, আমাদের একটি টিম মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল। এ সময় আভিযানিক দলের ওপর হামলা করে র্যাবের দুই সদস্যকে গুরুতর আহত করেছে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা গুলি করেছেন।
গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সিয়াম নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। অপর আহত রাকিবকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।