প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে তার গ্রামের বাড়ী ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিরুনীয়া বাজারের গরুর হাট এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিরুনিয়া বাজার দারুল উলুম দাখিল মাদরাসা মাঠে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন সরকার, বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, নিহত পারভেজের বাবা জসিম উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘জাহিদুল ইসলাম পারভেজকে তুচ্ছ ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যারা হত্যা করছে তাদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং বিচার কার্যক্রম বিলম্বিত হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
এর আগে গত শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এই নির্মম হত্যাকাণ্ডে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে বনানী থানায় মামলা করেছে তার পরিবার। প্রকাশ্যে এমন নির্মম হত্যা মানতে পারছে না পরিবারের কেউই। একমাত্র ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান পারভেজের বাবা-মা।
বিডি প্রতিদিন/জামশেদ