‘স্নায়ু বৈচিত্রকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ প্রতিপাদ্যে নীলফামারীতে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
অন্যান্যের মধ্যে সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা শাহজাহান আলী এবং সেবা গ্রহীতা নাজমুন নাহার বক্তব্য দেন।
এরআগে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে বর্ণাঢ্য এক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শহর সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন জানান, দিবসটি উপলক্ষে দশজন প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল