বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, শেখ হাসিনার দুর্নীতি ও স্বজনপ্রীতি পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
পতিত স্বৈরাচার শেখ হাসিনার উদ্দেশে জয়নুল আবদীন ফারুক বলেন, আপনি হিংসা করে খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, কোকোকে বিদেশের মাটিতে মেরে ফেলেছেন। আপনি আসার ১৫ দিনের মাথায় জিয়াউর রহমানকে চট্টগ্রামে মরতে হয়েছে। ১/১১ তে আপনি মঈনুদ্দিনের দয়ায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলেন। কিন্তু, বেগম খালেদা জিয়াকে একটা দিনের জন্যও ডাক্তারের কাছে পাঠালেন না। অমানুষিক কাজ করেছেন আপনি।
তিনি বলেন, টিউলিপ বলেছে সে নাকি বাংলাদেশি নয়। বাংলাদেশি প্রধানমন্ত্রী হয়ে আপনি (শেখ হাসিনা) বিদেশি নাগরিককে কীভাবে পাসপোর্ট, আইডি কার্ড বানিয়ে দিয়েছেন? কী করে তাকে জমি দিয়েছেন? আপনার দুর্নীতি, স্বজনপ্রীতি পৃথিবীর ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপি চেয়াপারসনের এই উপদেষ্টা বলেন, আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। হাসিনা আপনাকে পায়ে হাঁটিয়ে সাত তলা পর্যন্ত উঠিয়ে মামলার হাজিরা দেয়ার ব্যবস্থা করেছে। সেই হাসিনার বিচারও চলুক। কিন্তু চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে একটি চক্র খুব তৎপর হয়ে পড়েছে। সেই চক্রটি হলো আওয়ামী লীগ। তাদের কিছু কিছু দোসর আপনার সরকারের মধ্যেও আছে, এদের থেকে সতর্ক থাকুন। অবিলম্বে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার।
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ আরও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ