রাজশাহীতে সাড়ে ছয় কেজি হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য সাড়ে ছয় কোটি টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
উপ-পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান জানান, ডিমভাঙ্গা মাদারপুর এলাকার তারেক হোসেনের (৩৬) বাড়ি থেকে সাড়ে ছয় কেজি হেরোইন জব্দ করা হয়। এ সময় তারেককে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল