রাজধানীর পূর্ব রামপুরায় বেটার লাইফ হাসপাতালের পেছনের একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সাত-আটজনের একটি ডাকাত দল বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত পৌনে ৩টায় এ ঘটনা ঘটে।
গতকাল রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম জানান, বাসাটি এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান কামাল আহমেদের। ভবনটিতে লাগোয়া একটি নির্মাণাধীন ভবন রয়েছে। সেই ভবন থেকে বাসার গ্রিল কেটে ডাকাত দল ভিতরে ঢোকে। তারপর কামাল আহমেদসহ তার স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে প্রায় দেড় ঘণ্টা ডাকাতি করে তারা। তিনি আরও বলেন, ডাকাতরা প্রায় ৪ লাখ ৮৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, ২টি ল্যাপটপ ও একটি মোবাইল নিয়ে যায় বলে ভুক্তভোগী আমাদের জানিয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেটি বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।