ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়া থেকে ৪৫ লিটার চোলাই মদসহ শিখা রানী (৪৬) নামের এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত শিখা রানী ঢাকালে পাড়ার উত্তম দাসের স্ত্রী।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যার পর যৌথ বাহিনীর অভিযান শুরু করে। এ সময় শিখা রানীর শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৬০ বোতল চোলাই মদ উদ্ধার করে। যেখানে ৫০টি ৫০০ মিলিলিটার বোতলে ২৫ লিটার ও ১০টি ২ লিটার বোতলে ২০ লিটারসহ মোট ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, কালীগঞ্জকে মাদক মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত শিখা রানী বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ