চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে রাঙামাটিতে শুরু হতে যাচ্ছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাঙামাটি ও বান্দরবান জেলা দল। বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটির মারী স্টেডিয়ামে শুরু হওয়া এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে পাহাড়ি-বাঙালি সম্প্রীতির নৃত্যসহ বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন। মঙ্গলবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা-সিজেকেএস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্ট কমিটির শাহনেওয়াজ রিটন।
বিভাগীয় এই টুর্নামেন্টে চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা, নোয়াখালী, কুমিল্লাসহ বিভাগের ১১টি জেলা দল অংশ নিচ্ছে। দলগুলো দুটি জোনে ভাগ হয়ে রাঙামাটি ও কুমিল্লা ভেন্যুতে খেলবে। পরে উভয় জোন চ্যাম্পিয়ন শিরোপা নির্ধারণী চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দিন, সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান, সৈয়দ আবুল বাশার, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, টুর্নামেন্টের ফিকশ্চার প্রণয়ন, দলগুলোর জার্সির রঙ নির্ধারণ ও বাইলজ অনুমোদনসহ যাবতীয় কাজ জেলা প্রশাসক ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্চতার সাথে করা হয়েছে। জেলা দলগুলোর মধ্যে সম-প্রতিযোগিতা নিশ্চিতে বিদেশি বা অতিথি খেলোয়াড় না রাখার বিধান রাখা হয়েছে। উদ্বোধনী ম্যাচের পরদিন শুক্রবার চট্টগ্রাম জেলা দলের বিপক্ষে লড়বে খাগড়াছড়ি।
বিডি প্রতিদিন/এমআই