যশোরের শার্শায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, একটি দেশিয় হাসুয়া ও একটি চাকু উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে দুই ছিনতাইকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম।
আটক দুজন হলেন- গোঁড়পাড়া গ্রামের (সর্দারপাড়া) মৃত মকছেদ আলীর ছেলে সবুজ হোসেন (২৮) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে টিটু মিয়া (২৩)।
পুলিশ জানায়, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবার রহমান গত শনিবার রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে ফকিরতলা বিশ্বাসবাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর দুই ছিনতাইকারী তার পথ গতিরোধ করে। এ সময় দেশিয় অস্ত্র হাসুয়া ও চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় তারা। পরে খবর পেয়ে গোঁড়পাড়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া নগদ ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকুসহ সবুজ হোসেন ও টিটু মিয়াকে আটক করা হয়।