গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিএম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রসচিবসহ সাত কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই কেন্দ্রের ১৯ নং কক্ষের এক পরীক্ষার্থীর লিখিত বিষয়ের উত্তরপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।
সোমবার এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে বিভিন্ন অপরাধে ওই বিদ্যালয়ের কেন্দ্রসচিব ও সাতজন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, নিয়মের ব্যত্যয় করে গণিত বিষয়ে পরীক্ষার দিনে গণিত শিক্ষকদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়। এজন্য গণিত বিষয়ের তিনজন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়। সেই সাথে ১৯ নং কক্ষের রেজোয়ান প্রধান নামে এক পরীক্ষার্থীর উত্তরপত্র মিসিং হওয়ায় ওই কক্ষের চারজন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি প্রাপ্ত কক্ষ পরিদর্শকরা হলেন—গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন নবী ইসলাম, দুর্গাপুর কালিতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, বর্দ্ধনকুঠি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরেশ চন্দ্র বর্মণ, বগুলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইবনে কায়সার, ওয়াহেদা সুলতানা এবং সরদারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামশেদ আলী। এছাড়া দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্রসচিব ননী গোপালকেও অব্যাহতি দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল