লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা ও কর্মসংস্থানের লক্ষ্যে ১০০ জন মানুষকে সেলাই মেশিন, ছাগল ও ভ্যানগাড়ি উপহার দেওয়া হয়েছে।
আজ শনিবার (২৯ মার্চ) দুপুরে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মনু মার্কেট এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’র ব্যানারে অসহায় মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন নিয়ের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (পরিকল্পনা) আরাফাত হোসেন, সদস্য রায়হান আহমেদ ও ইলিয়াছ হোসেন প্রমুখ।
জানা যায়, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে স্বাবলম্বী প্রকল্প চালু করেছে স্বপ্ন নিয়ে। এতে প্রতি বছর রমজানে এ প্রকল্পের মাধ্যমে নারীদেরকে সেলাই মেশিনসহ উপকারভোগীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এবার ৬০ জন নারীকে সেলাই মেশিন, ২৫ জন নারী-পুরুষকে ছাগল, ১০টি ভ্যানগাড়ি দেওয়া হয়। এছাড়া ৫ জন ব্যক্তিকে দোকানের মালামাল কিনে দিয়ে ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এতে উপকারভোগীরা বেশ খুশি।
স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’ ২০১৭ সালে প্রতিষ্ঠার পর অসহায়-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/জামশেদ