বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চার দিন ধরে হালকা বৃষ্টি আর বাতাসে ন্যুয়ে পড়েছে লালমনিরহাটের পাঁচ উপজেলার পাকা-আধাপাকা আমন ধান। ফসলহানির শঙ্কায় পড়েছেন কৃষকরা। জানা যায়, অনেক খেতের ধান মাটির সঙ্গে মিশে গেছে। কিছু আমন ধান ন্যুয়ে পড়ে ডুবে আছে পানিতে। কৃষকরা জানান, কয়েকদিন পরই ধান ঘরে তোলা যেত। এ সময় বৃষ্টি আর বাতাসে নষ্ট হলো উঠতি আমন। এমনকি পচে নষ্টের আশঙ্কা করছেন খড়। ঋণ পরিশোধ আর উৎপাদন খরচ তো দূরের কথা, পরিবারের খাবার জোগান নিয়ে দুঃচিন্তায় পড়েছেন চাষিরা। কিছু কৃষক ন্যুয়ে পড়া ধান গাছ দাঁড় করানোর চেষ্টা করছেন। কেউ খেত থেকে পানি বের করে দিচ্ছেন। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাইখুল আরেফিন বলেন, ন্যুয়ে পড়া খেতের ক্ষতিগ্রস্তের তালিকা করা হচ্ছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার রাতভর বৃষ্টিতে রোপা আমন ধান, সরিষা, পেঁয়াজ, মাষকলাই, শীতকালীন সবজিসহ সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক বৃষ্টিতে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠার মতো নয় বলে জানিয়েছেন কৃষকরা। জানা গেছে, শুক্রবার রাতভর বৃষ্টিতে শহর হাঁটু পানিতে তলিয়ে যায়। অনেক বাসাবাড়িসহ বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। এতে দুর্ভোগে পড়েন শহরবাসী।