সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে ও এক পর্যটক নিহত হয়েছেন। এ ছাড়া কক্সবাজার, রংপুর, চট্টগ্রাম, লালমনিরহাট, মুন্সীগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক নারীসহ আরও সাতজন। শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
সিলেট : গতকাল সকালে ওসমানীনগর থানার দয়ামীর এলাকায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক ওসমানীনগর থানার হারুন মিয়া ও তার মেয়ে আনিছা বেগম (১০) নিহত হন। আহত হন তার পরিবারের আরও ৪ সদস্য। এ ছাড়া দুপুরে ভোলাগঞ্জ পয়েন্টে ট্রাক্টর চাপায় এক পর্যটক নিহত ও পাঁচজন আহত হন। নিহত জিয়াউল হকের (৬৫) বাড়ি জামালপুর জেলায়। তিনি অটোরিকশায় করে পরিবার নিয়ে সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে যাচ্ছিলেন।
কক্সবাজার : টেকনাফে মিনিবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হন। শুক্রবার রাতে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক জাকির হোসাইন জেকি এবং মিনিবাসের হেলপার লেদা লামারপাড়ার নুরুল ইসলাম মুন্না।
রংপুর : রংপুর নগরীতে শুক্রবার রাতে অজ্ঞাত গাড়ির চাপায় নুরুল ইসলাম (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম : নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় মিনারা খাতুন (৪৫) নামে এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন।
লালমনিরহাট : কালীগঞ্জ উপজেলার একতার বাজার এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মজিবর রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী।
মুন্সীগঞ্জ : শুক্রবার রাতে শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ওয়াসায় কর্মরত প্রকৌশলী শামীম রেজা ঘটনাস্থলেই মারা যান। একই প্রতিষ্ঠানের আরেক প্রকৌশলী গুরুতর আহত হন।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সার্কিট হাউস এলাকায় শুক্রবার সন্ধ্যায় ট্রাকচাপায় নিহত হয়েছেন শফিউল আলম (৫৭) নামে এক অধ্যক্ষ।