কৃষি উপকরণের উচ্চমূল্য ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের ক্রমাগত প্রতারিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কৃষকরা। গতকাল দুপুরে শহরের মিশনরোড চত্বরে জেলা কৃষক দল এ কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচিতে সহস্রাধিক কৃষকসহ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এতে নুরুন্নবী মোস্তফা, আব্রাহাম লিংকন বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে এ কৃত্রিম সংকট সৃষ্টিকারী ডিলারদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।