চুয়াডাঙ্গা শহরের রেলওয়ে ওভারপাস নির্মাণকাজে ধীরগতির কারণে যাতায়াতে ভোগান্তির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গতকাল সকালে শহরের রেলবাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে রেলবাজার ব্যবসায়ী সমিতি। এ সময় ব্যবসায়ীরা ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি করেন। মানববন্ধনে বক্তৃতা করেন- ব্যবসায়ী সফিকুল ইসলাম পিটু, মঞ্জুরুল আলম মালিক লার্জ, সুমন পারভেজ খান, সিরাজুল ইসলাম মণি প্রমুখ।