ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমি এ দেশের নাগরিক, আমি এ দেশেই থাকব। গতকাল সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ ছাড়া হজের নিবন্ধনের সময় বাড়বে কি না আজ মঙ্গলবার সৌদি সরকারের সঙ্গে বৈঠক হবে। এর পর জানা যাবে বলে জানিয়েছেন তিনি। সেফ এক্সিটের বিষয়ে ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমরা কোথায় দেশ থেকে পালাব, আমার ঢাকা শহরে কোনো বাড়ি নেই। চট্টগ্রাম শহরেও কোনো বাড়ি নেই। তো আমি সেফ এক্সিট নিয়ে কি বাইরে রাস্তায় গিয়ে শুয়ে থাকব? এ দেশটা আমার। আমরা যদি একটা নির্বাচিত সরকারকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি সেটা আমাদের বড় সফলতা। এটা আমাদের জন্য কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই। আমরা কোনো অপরাধ করিনি, কোনো টাকা লুট করিনি। যে আমাদের লুকিয়ে থাকতে হবে।
সম্প্রতি আপনি একটি মাদরাসায় বলেছেন যে, বর্তমানে একটি কঠিন সময় পার করছেন, আমরা কি সে কঠিন সময় অতিক্রম করতে পেরেছি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কঠিন সময় তো সব সময়। আমরা যে সময় দায়িত্ব নিয়েছি সেটা একটা সংকটময় সময়ে। সে সময় কোনো ‘ল অ্যান্ড অর্ডার’ ছিল না। ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত সে সময়টা আরও বেশি ভয়ংকর ছিল। সে সময় কোনো সরকার ছিল না, সংসদ ছিল না। আমরা তখন দায়িত্ব নিয়েছি।