ফরিদপুরের নগরকান্দায় নেশার টাকা না পেয়ে নিজেদের ঘরে আগুন দিয়েছে এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্তকে ছয় মাসের কারাদ দিয়ে জেলহাজতে প্রেরণ করেন। গতকাল উপজেলার ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজু ফকির (২২) সলিথা গ্রামের আজগর আলী ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সলিথা গ্রামের রাজু ফকির একজন মাদকসেবী। নেশার টাকার জন্য তিনি মাঝে মধ্যেই চুরি-ছিনতাই করত। গতকাল দুপুরে তিনি পরিবারের কাছে নেশা করার জন্য টাকা দাবি করে। পরিবারের লোকজন টাকা না দিলে তিনি নিজেদের ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘর ও ঘরের মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এদিকে আগুন দেওয়ার পর স্থানীয়রা রাজুকে আটক করে রাখে। খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবিরউদ্দিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাজুকে ছয় মাসের কারাদ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দবিরউদ্দিন বলেন, ‘রাজু ফকির মাদক গ্রহণের কথা স্বীকার করেছে। তাই তাকে মাদকদ্রব্য আইনে ছয় মাসের কারাদ দেওয়া হয়েছে।’