দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ ছয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- চট্টগ্রাম : সীতাকুণ্ড উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে সেলিম ফকির (২৮) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। নিহত সেলিম বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা। বগুড়া : বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিজয় (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিজয় বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। হবিগঞ্জ : চুনারুঘাট উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এস এম মিজানুল হক (৪০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। তিনি বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার মেহরাজ মিয়ার ছেলে। গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় সুখেন বর (৩২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মাদারীপুর : দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় নাছিমা বেগম (৩৫) নামে অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়েসহ আরও দুজন। নাসিমা ডাসার উপজেলার পশ্চিম বোতলা এলাকার ইজু মিয়া শেখের স্ত্রী। ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়িতে কাভার্ডভ্যানের সংঘর্ষে মিনহাজ (১৩) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।