ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাজি আলম মিয়া (৬০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার মুন্সিপাড়ার ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আলম মিয়ার বাড়ি মুন্সিপাড়া। তিনি ফান্দাউক বাজারের ব্যবসায়ী। নিহতের পরিবার সূত্র জানায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি হবিগঞ্জের আমেনা বেগমকে বিয়ে করেন। এর পর থেকেই সন্তান নেওয়া নিয়ে তাদের বিরোধ তৈরি হয়। কিছুদিন আগে আমেনা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান। ওসি আজহার ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।