সিলেটের গোয়াইনঘাটে ইজারাবর্হিভূত জায়গা থেকে বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে উপজেলার হাজিপুর ও প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনের মধ্যে ১২ জনকে তিন মাস ও দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, ‘ইজারাবহির্ভূত বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে মূল হোতারা পালিয়ে গেলেও বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।’