কুমিল্লার হোমনায় জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে গতকাল এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ওই গ্রামের ছনু মিয়ার ছেলে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত আলেককে (৫০) পিটুনি দিয়ে পুলিশে তুলে দেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান, জমির দ্বন্দ্বেই স্বামীকে হত্যা করেছে তার দেবর ও ছেলেরা। হোমনা থানার ওসি রফিকুল ইসলাম জানান, জমির বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।