শেরপুর পৌর শহরের অধিকাংশ সড়কের অবস্থা বেহাল। খানাখন্দ তৈরি হয়ে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ ছাড়া অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তা ডুবে যায়। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানায়, প্রথম শ্রেণির এ পৌরসভার প্রায় সব সড়কের অবস্থাই বেহাল। শহরের শিল্পাঞ্চলখ্যাত ঢাকলহাটি, দিঘারপাড়, শেখহাটি, হাসপাতাল সড়ক, মাধবপুর সড়ক, দক্ষিণ নবী নগর, চকপাঠক, চাপাতলি, শিংপাড়া, কসবা সড়ক চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। কাজের নিম্নমান, ড্রেন সংকটে সড়কগুলো বেশি দ্রুত নষ্ট হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছে দুই লাখ পৌরবাসী ও অন্য পথচারীরা। জানা গেছে, ১৮৬৯ সালের ১৬ জুন শেরপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এ পৌরসভায় ২২৩.০৮ কি.মি. সড়ক রয়েছে। যার মধ্যে ১২১ কি.মি. সড়ক পাকা। অতি বৃষ্টিতে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। সাবেক কাউন্সিলর ফারুক আহাম্মেদ বলেন সড়কগুলোর বেহাল দশায় জনদুর্ভোগ বেড়েছে।
পৌর প্রশাসক শাকিল আহাম্মেদ সড়ক বেহাল ও জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, জনভোগান্তি কমাতে দ্রুত কাজ শুরুর চেষ্টা চলছে। তিন-চার দিনের মধ্যে একটি বড় টেন্ডারের লটারি হবে।