আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই নজিরবিহীন জনরোষের মুখে পড়েছেন। দেশটির রাজধানীতে নির্বাচনী প্রচারণার র্যালিতে তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। তুমুল হট্টগোলের মধ্যে নিরাপত্তাকর্মীদের সহায়তায় কোনো রকমে র্যালি থেকে বের হতে সক্ষম হয়েছেন তিনি।
বুধবার রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি র্যালি চলাকালে মিলেই এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হন। দেশটির আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা চালাতে বোন কারিনা মিলেইসহ দলের সদস্যদের নিয়ে সেখানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। এ সময় তাকে ও তার বোনকে লক্ষ্য করে ইট-পাথর এমনকি বোতলসহ অন্যান্য জিনিসপত্র ছুড়তে শুরু করে বেশ কয়েকজন উত্তেজিত জনতা। এতে আঘাতপ্রাপ্ত হন প্রেসিডেন্ট মিলেই। এক পর্যায়ে বাধ্য হয়ে গাড়িসহ ক্যাম্পেইন ছাড়তে বাধ্য হন তিনি ও তার দল।
জানা যায়, প্রেসিডেন্ট মিলেই ছাদখোলা গাড়িতে চড়ে সেই সমাবেশে অংশ নেন। এদিকে আগে থেকেই সেখানে বিক্ষোভ করছিলেন বিরোধী নেতাকর্মীরা। এক পর্যায়ে মিলেইর সমর্থক, পুলিশ ও বিরোধী দলের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় মিলেইর গাড়ি লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ শুরু করেন বিক্ষোভকারীরা।
সম্প্রতি ঘুষ কেলেঙ্কারিতে জনমনে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ কেলেঙ্কারিতে প্রেসিডেন্ট মিলেই সরকারের ওপর সমালোচনা তীব্র, যেখানে তার বোনও জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান।
বিডি প্রতিদিন/এএম