ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল ট্রেন আটকে বিক্ষোভ করেছে স্কুলশিক্ষার্থীরা। শিশু সাদাব (৪) নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে গতকাল দুপুর ১২টা ৪০ থেকে বেলা ৩টা ১৩ মিনিট পর্যন্ত রেললাইন অবরোধ করে রাখে তারা। এ সময় ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল।
দুপুর ১২টার দিকে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের কয়েকটি হাইস্কুলের শিক্ষার্থীরা গফরগাঁও পৌর শহরে জড়ো হয়ে মিছিল বের করে। একপর্যায়ে স্টেশনে গিয়ে জামালপুর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ দেখায় তারা। এ সময় আউলিয়ানগর স্টেশনে ঢাকাগামী বলাকা ট্রেন ও মশাখালী স্টেশনে তাড়াকান্দাগামী অগ্নিবীনা এক্সপ্রেস আটকা পড়ে। কয়েক হাজার যাত্রী দুর্ভোগের শিকার হন।
পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মামলার তদন্ত করছে পিবিআই।
উল্লেখ্য, গত ১১ জুলাই পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে সাদাব (৪) খেলতে গিয়ে নিখোঁজ হয়। পাঁচ দিন পর বাড়ির অদূরে পরিত্যক্ত পুকুরে কচুরিপানার নিচে তার তিন টুকরা লাশ পাওয়া যায়। সাদাব স্থানীয় ফোকাস কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।