ঢাকায় স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে বগুড়ার ফাহিমা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফাহিমা আক্তার বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও এরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ মন্ডলের কনিষ্ঠ কন্যা। তিনি বগুড়া বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের বোন।
জানা গেছে, ফাহিমা ছিলেন বগুড়া এফ ইউ স্কুল এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্রী। শৈশব থেকেই ভদ্রতা, পরিপাটি এবং শালীন রুচির জন্য তিনি পরিচিত ছিলেন। তবে দাম্পত্য জীবনে তিনি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। পরিচিতজনদের দাবি, নিজের সম্মান রক্ষার জন্য ফাহিমা সবকিছু মুখ বুজে সহ্য করতেন।
তার এক ঘনিষ্ঠ বান্ধবীর বরাত দিয়ে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফাহিমা তার কাছে এক ব্যক্তির অনৈতিক সম্পর্ক নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার আগ্রহ প্রকাশ করেন। কিন্ত সে সময় তিনি স্বীকার করেননি যে, সেই ব্যক্তি তার স্বামী। বান্ধবীর ভাষ্য অনুযায়ী, ফাহিমার স্বামী নিয়মিত মদ্যপান করতেন এবং শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করতেন।
রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠু মিয়া জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টায় নিহতের বড় বোন হাবিবা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্বামী মিনারুল আকবরকে পুলিশ গ্রেপ্তার করেছে। ময়নাতদন্ত শেষে ফাহিমার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ