মুন্সিগঞ্জে ফয়সাল ঢালী (১৪) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দক্ষিণ চরমশুরা এলাকার পরিত্যক্ত একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় ফয়সাল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। একই দিন বিকালে স্থানীয় একটি সড়কের ফুলতলা এলাকায় নিহতের অটোরিকশাটি দেখতে পান স্বজনরা। তবে কিশোরের সন্ধান না পেয়ে রাতে সদর থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন নিহতের মা। ওসি এম সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ ও অটোরিকশাটি ঘটনাস্থলের কাছাকাছি স্থানে পাওয়া গেছে। অটোরিকশায় থাকা চারটি ব্যাটারির মধ্যে তিনটি পাওয়া যায়নি।