বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকারা অবসরে গেছেন। তাদের স্থলাভিষিক্ত করার জন্য আগামী দিনের ক্রিকেট তারকা খুঁজে বের করা জরুরি। তিনি মনে করেন, এই তারকারা এখনো স্কুল ক্রিকেটে লুকিয়ে আছে।
বুলবুল বৃহস্পতিবার চট্টগ্রামের সাগরিকা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম-এ আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “আগামী দিনের তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ—এরা সবাই স্কুলে আছে। আমাদের দায়িত্ব হলো তাদের প্রতিভা চিহ্নিত করা ও বিকাশ করা। নতুন উদ্যোগের মাধ্যমে শুধু খেলোয়াড় নয়, প্রতিটি জেলায় ক্রিকেট সংস্কৃতি এবং প্রশিক্ষণ ব্যবস্থাও শক্তিশালী হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সহসভাপতি নাজমুল আবেদিন, পরিচালক আকরাম খান, মনজুর আলম, কন্টেইনাল গ্রুপের পরিচালক আহসান ইকবাল চৌধুরী আবীর, ফরটিস গ্রুপের ডিএমডি শাহাদাত হোসেন, এশিয়ান গ্রুপের পরিচালক সাকিফ আহমেদ সালাম, এবি ব্যাংকের রিজিওনাল হেড মাহতাবুর রহমান, ক্লিফটন গ্রুপের নির্বাহী পরিচালক সাদার উদ্দীন চৌধুরী, ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আলী ইস্পাহানী এবং বিসিবির গেম ডেভেলপমেন্টের হেড কাজী হাবিবুল বাশার।
বিসিবি সভাপতি বলেন, স্কুল ক্রিকেটের মাধ্যমে নতুন প্রতিভা চিহ্নিত করা হবে এবং দেশের প্রতিটি জেলায় ক্রিকেটের জনপ্রিয়তা ও প্রশিক্ষণ ব্যবস্থা শক্তিশালী করা হবে।
বিডি প্রতিদিন/আশিক