চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার শীর্ষ মাদক কারবারি ও ১৫ মাদক মামলার আসামি কামরুল হাসানকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বৈচাতলী এলাকা হতে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। কামরুল হাসান বৈচাতলী গ্রামের হাজী আব্দুল মান্নানের ছেলে। রাতে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: লুৎফুর রহমান।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ এসআই মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে বৈচাতলী এলাকা হতে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি কামরুল হাসানকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১শ ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মো: শাহ্ আলম বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কামরুল চিহ্নিত শীর্ষ মাদক কারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে ১৫টি মাদকদ্রব্য আইনের মামলা আদালতে চলমান আছে। এছাড়া তার বিরুদ্ধে দুটি জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। যার ১টি দুই বছরের এবং অপরটি এক বছর ৪ মাসের সাজা। একই সাথে তার বিরুদ্ধে আরো ৩টি জিআর গ্রেফতারি পরোয়ানা আছে।
সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ