তিন দফা দাবি আদায়ের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে গতকাল দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাতে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ প্ল্যাটফর্ম থেকে এই কর্মসূচির ঘোষণা দিয়ে বুয়েট, চুয়েটসহ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এ শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এদিকে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলো নিয়ে কাজ করতে গৃহায়ন ও গণপূর্ত সচিবের নেতৃত্বে ১৪ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে দিয়েছে এ সংক্রান্ত গঠিত কমিটি। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষানিরীক্ষা করে সুপারিশ দিতে গঠিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কমিটির সদস্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল বিকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ দিতে গত বুধবার এ কমিটি গঠন করে সরকার। তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি দমাতে বুধবার পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন। ৮ পুলিশ সদস্যও আহত হন। প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা ও দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। বুধবার শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গতকাল বিকালে পুলিশ সদর দপ্তরের উদ্দেশে যাত্রা করেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তারা রাজধানীর মৎস্য ভবন মোড়ে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটকে দেন। পরে তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দেন ও সড়ক অবরোধ করেন। এ সময় তারা ঢাকা মহানগর পুলিশের ডিসি মাসুদ আলমের কুশপুত্তলিকা পোড়ান। পুলিশের বাধা প্রসঙ্গে শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ সদর দপ্তরের দিকে যাচ্ছিলাম। কিন্তু আমাদের পথরোধ করা হলো। আমাদের সহপাঠীদের ওপর যে হামলা হয়েছে, তার ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ জানা গেছে, বুয়েট গতকাল সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকলেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচির সমর্থনে নির্ধারিত পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। এর মধ্যে বুয়েট কর্তৃপক্ষ জরুরি এক নোটিসে স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। নোটিসে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সব স্নাতক পরীক্ষা স্থগিত করা হলো। সূত্র জানায়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরাও গতকাল সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। ঘোষিত কর্মসূচিতে ক্যাম্পাস ছিল শিক্ষার্থী শূন্য। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও একাডেমিক কার্যক্রম না হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র জানায়, গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৈঠক শেষে ফাওজুল কবির খান বলেন, ‘আমরা তিনটি গ্রুপের সঙ্গে আলোচনা করব- একটি হচ্ছে যারা আন্দোলন করছেন, তাদের অভিভাবক বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাদের সঙ্গে আমরা বৈঠক করব।’ আর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘কমিটি কেমন করে কাজ করবে আমরা সেটা ঠিক করেছি। যে সমস্যাগুলো এসেছে সেগুলো আসলে আজকের সমস্যা নয়, এগুলো বহুদিন আগের সমস্যা। তাই এগুলো সমাধান করতে হলে সবার সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে। সেজন্য আমরা একটি ওয়ার্কিং গ্রুপ করেছি।’ এক মাসের মধ্যে সরকারকে সুপারিশ দেওয়া হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।
শিরোনাম
- রাকসু নির্বাচন : প্রথম দিন ডোপ টেস্টের নমুনা দিলেন ৮৭ জন
- স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
- লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
- শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ : তদন্তে ডিএমপির ৩ সদস্যের কমিটি
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি
- ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া
- উপকূলে ঝড়ের আশঙ্কা : সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে এক নম্বর সতর্কতা
- সংসার ভাঙার পর নতুন করে বাগদান সারলেন দুবাইয়ের রাজকন্যা
- ১৮ মাসে ১ কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির পূর্ণ প্রস্তুতি রয়েছে : আমীর খসরু
- আগামী দিনের ক্রিকেট তারকারা স্কুল মাঠেই লুকিয়ে আছে: বিসিবি সভাপতি
- ইন্দোনেশিয়ায় গ্রেফতার শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড ব্যক্তি
- উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা
- এশিয়া কাপের আগে সিলেটের মাঠে খেলা বাড়তি সুবিধা হবে : লিটন
- শেরপুর পৌরসভার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগের শেষ নেই
- স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য ও ইইউ
- প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যার সমাধানে সময় দরকার: ফাওজুল কবির
- প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন
- 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আসলে মোদির যুদ্ধ'
- রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে ছাড় পাবে না ভারত, মার্কিন কর্মকর্তার হুঁশিয়ারি
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
আপডেট:
০২:২০, শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
কমপ্লিট শাটডাউন
চলবে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, সমস্যা চিহ্নিত করতে ১৪ জনের ওয়ার্কিং গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর