প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার গুরুদায়িত্ব প্রাথমিক শিক্ষকরা বহন করছেন। অথচ রাষ্ট্রের অবহেলায় তারা ন্যায্য মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বৈষম্য দূর করা এখন সময়ের দাবি। জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মাস্টার এনামুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল মাওলানা জালালুদ্দীন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলে আরও ছিলেন সমিতির সদস্য মো. গিয়াস উদ্দিন আহমেদ, সি এম এনামুল হক, মো. আল ইসলাম, আবুল কাশেম ও কামরুজ্জামান রাসেল।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে-এন্ট্রি পদে ১১তম গ্রেড প্রদান, শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ, ১০ বছর ও ১৬ বছর চাকরি শেষে উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে সব প্রকার জটিলতা নিরসন এবং মাত্র ২০০ টাকা নাশতা ভাতা প্রদান বন্ধ করে যুগোপযোগী হারে সুযোগ-সুবিধা বৃদ্ধি।