রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়েছেন ওয়ারেস আলী (৪৫) নামে পুলিশের একজন এসআই। বুধবার রাত ১১টার দিকে কাটাখালী থানায় এ ঘটনা ঘটে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ওয়ারেস আলী রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় কর্মরত। তাঁর ডান পায়ের হাঁটুর ওপর গুলি লেগেছে। রামেকের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘আমরা শুনেছি বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওয়ারেস আলী নামে পুলিশের এক এসআই নিজের ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি নেওয়া হয়।
বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন। তিনি আশঙ্কমুক্ত।’ কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, একজন এসআই তাঁর নামে ইস্যু করা পিস্তলের গুলিতে আহত হয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।