খাগড়াছড়ির রামগড়ে পূর্ব বাগানটিলায় জমিসংক্রান্ত ও আর্থিক বিরোধের জেরে দাদি ও ফুপুকে গলা কেটে হত্যা করে নাতি সাইফুল ইসলাম (৩৫)। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পাঁচদিন পর ফেনীর ছাগলনাইয়া থেকে সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান খাগড়াছড়ি এসপি আরেফিন জুয়েল। তিনি বলেন, ঘটনার রাতে সাইফুলের সঙ্গে দাদি আমেনা বেগম ও ফুপু রাহেনা আক্তারের বাগ্বিতণ্ডা হয়। পরে তারা ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থয় দা দিয়ে কুপিয়ে দুজনকে হত্যা করেছেন সাইফুল। ফুপুর কাছ থেকে নিয়ে যাওয়া মোবাইল ফোন ও হত্যায় ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার রাতে নিজ বাড়িতে খুন হন মা ও মেয়ে। পরে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রাহেনার ছেলে হাসান বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন।