তারেক রহমানের ওপর দেশের জনগণের আস্থা-বিশ্বাস বেড়েই চলেছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ পরিকল্পনায় এগোচ্ছি আমরা। বিগত আন্দোলন সংগ্রামে রক্তে রঞ্জিত হয়েও আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। আমরা তাঁর অপেক্ষায় আছি। তিনি আসবেন এবং এ দেশে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের সরকার গঠন করা হবে। ওই সরকারে নেতৃত্ব দেবেন তারেক রহমান।’ গতকাল দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টদের রাতের অন্ধকারের ভোট, দলীয় নেতা-কর্মীদের গুম খুন মামলা-হামলা নির্যাতনের পরও হাসিনার কাছে আমরা মাথানত করিনি। আন্দোলনে গ্রেপ্তার ও জেল খেটেছি, নেতাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তারপরও আমরা পালাইনি।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া, এ বি এম আশ্রাফ উদ্দিন নিজান, হারুনুর রশিদ, সাহবুদ্দিন সাবু প্রমুখ।