ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্রিটিশ কাউন্সিল এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দফতরে হামলার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
কিয়েভে বুধবার রাতভর বোমাবর্ষণ করেছে রাশিয়া। এতে তিন শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। হামলায় ডারনিটস্কি জেলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। পার্শ্ববর্তী ডিনিপ্রো জেলায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ইউরোপীয় ইউনিয়নের অফিস ছিল এমন একটি ভবনেও হামলার ঘটনা ঘটেছে। তবে হামলায় জোটের দফতরের কোনও কর্মী হতাহত হয়নি। কিয়েভে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলেও হামলা হয়েছে। এতে এক নিরাপত্তা রক্ষী আহত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস জানিয়েছেন, “এই হামলা থেকে বোঝা যাচ্ছে যে, রাশিয়া ‘শান্তি প্রচেষ্টাকে আরও ব্যাহত করতে এবং উপহাস করার জন্য ইচ্ছাকৃতভাবে সিদ্ধান্ত নিয়েছে।” তিনি রুশ রাষ্ট্রদূতকে তলবের কথাও জানিয়েছেন।
এদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বলেছেন, মস্কোর হামলায় ‘বেসামরিক নাগরিক নিহত হয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ব্রিটিশ কাউন্সিল এবং কিয়েভে অবস্থিত ইইউ প্রতিনিধিদলও রয়েছে। আমরা রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছি। হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে।” সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ