নীল আকাশে মেঘ পরীদের
ছোটাছুটি খেলা,
ঝিলে বিলে সাদা সাদা
শাপলা ফুলের মেলা।
জল থইথই নদীতে রোজ
নৌকা ভেসে চলে,
রুই কাতলা বোয়াল মাছে
লাফায় নদীর জলে।
নদীর ধারে কাশের বনে
কাশ ফুলেদের হাসি,
শিউলি বেলির মিষ্টি সুবাস
বড্ড ভালোবাসি।
নীল আকাশে মেঘ পরীদের
ছোটাছুটি খেলা,
ঝিলে বিলে সাদা সাদা
শাপলা ফুলের মেলা।
জল থইথই নদীতে রোজ
নৌকা ভেসে চলে,
রুই কাতলা বোয়াল মাছে
লাফায় নদীর জলে।
নদীর ধারে কাশের বনে
কাশ ফুলেদের হাসি,
শিউলি বেলির মিষ্টি সুবাস
বড্ড ভালোবাসি।