বাংলাদেশসহ ‘অখণ্ড ভারতের’ নাগরিকরা সবাই হিন্দু বলে মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-আরএসএসের প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, বিগত ৪০ হাজার বছর ধরে অখণ্ড ভারতের সবার ডিএনএ এক। সবাই হিন্দু। গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরএসএসের শতবর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সংসদ সদস্য, সাবেক বিচারপতি এবং চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।
অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, ‘অনেকেই হিন্দু বলতে গর্ববোধ করেন। যারা করেন না, তারা জানেন না যে তারাও হিন্দু। অনেকেই বলেন তারা হিন্দুস্তানি বা ভারতীয়। এর অর্থ একই। এটা ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নয়। কারণ সবাই এক সংস্কৃতি, মূল্যবোধ ও রাষ্ট্রের প্রতি ভালোবাসায় এক।
অখণ্ড ভারতের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটা বৃহত্তর ভারত। অখণ্ড ভারতের মধ্যে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তিব্বত।’ এ সময় সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করার পরামর্শ দেন তিনি।