সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বলেছিল, তারা সংস্কার করবে। দেশের মানুষও সংস্কার চায়। এ সংস্কার প্রক্রিয়ায় একটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে।
তার মানে কি তারা সংস্কার চান না? সংস্কারের ব্যাপারে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা যেমন অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছি, একইভাবে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম।
ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা-১৩ আসনে জামায়াতের প্রার্থী মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৮ আসনে প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা-৫ আসনে প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা-৯ আসনে প্রার্থী কবির আহমেদ, ঢাকা-৪ আসনে প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন প্রমুখ।
আবদুল্লাহ মো. তাহের বলেন, রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এ বিষয়টি ক্লিয়ার করতে হবে। আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার কথা বলেছি। আমরা আওয়ামী জাহেলিয়াতে ফিরে যেতে চাই না। যারা এই ফেয়ার পিআর সিস্টেমের বিরোধিতা করছে, তারা সেই কেন্দ্র দখল, ভোট জালিয়াতির পরিকল্পনা করছে। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।
তিনি বলেন, নির্বাচনের মাস নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। সংস্কার শেষ না করে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। আমরা ঘোষিত তারিখেই নির্বাচন চাই। কিন্তু তার আগে নির্বাচনের যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেসবের সমাধান করুন।