রংপুরে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সহকারী লাবলু মিয়া (২৮) সহকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর থেকে গতকাল সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের সদস্য অঞ্জন সরকার (৫৭), আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান (৫৪), হারুন অর রশিদ (৬৩), নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওদত শায়েম শাকিল (৩০)। ওসি আতাউর রহমান বলেন, ‘রংপুর মেট্রোপলিটন এলাকায় চেকপোস্ট তল্লাশি, মাদকবিরোধী, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।