মাগুরার ভায়না পৌর কবরস্থানের সৌন্দর্যবর্ধন ও আলোকিত করার জন্য স্থাপন করা ৯২টি মূল্যবান লাইট চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রতিটি লাইটের গোড়া থেকে সুকৌশলে লাইটের মূল অংশ খুলে নিয়ে গেছে। কবরস্থানের খাদেম আবু বকর বলেন, গত দুই দিনের মধ্যে এ ঘটনা ঘটেছে। প্রথম দিন দু-একটি লাইট খোলা হয়েছে। আমরা ভেবেছিলাম, মেরামতের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন নিয়ে গেছে। কিন্তু পরের রাতে সব লাইট খুলে নিয়ে গেছে। মাগুরা পৌরসভার ইঞ্জিনিয়ার আহসান বারী বলেন, ২ লাখ ৭৬ হাজার টাকার ক্ষতি হয়েছে।
প্রতিটি লাইটের গোড়ায় টেপ দিয়ে মোড়ানো রয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটি পৌরসভা থেকে করা হয়েছে নিরাপত্তার স্বার্থে।