কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাসেল মিয়া নামের এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার নীল মাহমুদের কুটির এলাকায় অভিযান চালিয়ে তাকে এ দণ্ড দেওয়া হয়। রাসেলের বাড়ি বানুরকুটি গ্রামে। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্রের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এ দণ্ড দেন।