দিনাজপুরের বোচাগঞ্জে মজুত ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদার নেতৃত্বে মহেশাইল বাজারে এ অভিযান চালানো হয়। মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মহেশাইল বাজারের ব্যবসায়ী ওমর ফারুক বাবুলকে ১০ হাজার, রবিউল ইসলামকে ৫ হাজার ও আবদুল লতিফ মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীনেশ চন্দ্র রায় ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা জানান, বর্তমানে কৃষকের সারের চাহিদা থাকায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সারসংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন। কৃষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।