কক্সবাজারের উখিয়ায় অপহরণের চার দিন পর সৈয়দ নূর (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার আজুখাইয়া এলাকার গহীন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সৈয়দ নূর উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে রোহিঙ্গাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) অজ্ঞাত পরিচয়ের একদল অপহরণকারী সৈয়দ নূরকে জিম্মি করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবার বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করলেও অপহরণকারীরা তাকে হত্যা করে লাশ ফেলে যায় গভীর জঙ্গলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক আজকের পত্রিকাকে বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছৈয়দ নূরকে আজুখাইয়ার গহিন পাহাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। ছৈয়দ নূরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিকটবর্তী কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা