নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চৌধুরীবাড়ির আদর্শ বাজারে এ অভিযান চালানো হয়। জানা যায়, নিষিদ্ধ পলিথিন বিক্রয় ও প্রদর্শন করায় মেসার্স আলম স্টোর নামের একটি প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।