গাজীপুরের কালিয়াকৈরে গজারি বন থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈরের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশের জঙ্গলে রবিবার গভীর রাতে পথচারীরা এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে গতকাল সকালে সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।