চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ তিনজনকে আটক করেছে। গতকাল সকালে শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার পিরোজপুর গ্রামের হাবিবুরের ছেলে আমির হোসেন (৪৮), বাহাদুর হোসেন (২৫) এবং জমির হোসেনের স্ত্রী জেসমিন (২৫)। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। আটকদের কাছ থেকে ৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১১ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।