সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম গতকাল থেকে নওগাঁয় শুরু হয়েছে। শহরের তাজের মোড় বধির স্কুল-সংলগ্ন এলাকায় সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল আউয়াল। এ সময় সদর ইউএনও ইবনুল আবেদীন, সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আমিনুল কবির, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মওলাসহ প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।