বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল এক শোকবার্তায় বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এতসংখ্যক সম্ভাবনাময় প্রাণ হারানো জাতির জন্য গভীর বেদনার। এ শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সব সদস্য এবং বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ গতকাল দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।