নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদিপ্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে শামীম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শামীম আড়াইহাজার উপজেলার ইলমদী গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে। পুলিশ জানায়, শনিবার রাতে শামীম ও তার এক সহযোগী জানালা ভেঙে ভুক্তভোগীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। বাধা দিলে শামীম কলম দিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে রক্তাক্ত জখম করেন। তাঁর ডাক-চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে দরজা খুলে তারা দৌড়ে পালিয়ে যান। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগীর শ্বশুর জানান, চার মাস আগে শামীম তাদের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি একজন মাদকাসক্ত। বর্তমানে ভুক্তভোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।